শেষ হাসি আফগানদেরই

বৃষ্টি আইনে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ২ রানে হারাল আফগানিস্তান। ফলে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো আফগানরা। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল।

এডিনবার্গে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালো ছিল তাদের। উদ্বোধনী জুটিতে ৭৬ রান পেয়ে যায় তারা। এরপর অধিনায়ক কাইল কোয়েৎজার ও কালাম ম্যাকলোডের ব্যাটিং নৈপুন্যে বড় সংগ্রহের পথ পেয়ে যায় স্কটিশরা।

কোয়েৎজার ১২টি চারে ৯৮ বলে ৭৯ রানে আউট হলেও, ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ম্যাকলোড। সেঞ্চুরি তুলেই আউট হন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় ৮৯ বলে ১০০ রান করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ফলে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ পায় স্কটল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে এটিই স্কটল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে নিজেদের ওয়ানডে ইতিহাসে চতুর্থ। আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব ৭২ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ৩২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি আফগানিস্তান। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন মোহাম্মদ শেহজাদ ও রহমত শাহ। এতে লড়াইয়ে ফিরে আফগানরা। ৭টি চার ও ১টি ছক্কায় ৬৭ বলে ৫৫ রান করে আউট হন উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ।

শেহজাদের ফিরে যাবার পর দলের জয়ের পথ সহজ করে তুলেন রহমত ও হাসমুতল্লাহ শাহিদি। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন তারা। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে ১১৩ রানে থামেন রহমত। দলীয় ২৩০ রানে রহমতের আউটের পর দলকে জয়ের পথে রেখেছিলেন শাহিদি ও সাবেক অধিনায়ক আসগর আফগান। ৪৪ দশমিক ৫ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান তুলে ফেলেন তারা। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি আইনে আফগানদের জয়ী ঘোষনা করা হয়।

শাহিদি ৬টি চারে ৬০ বলে ৫৯ ও আফগান ১টি চারে ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।
সূত্র : এএফপি

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top