আরও একটি রেকর্ড গড়লেন কোহলি

ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। এবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়লেন কোহলি।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন ভারত অধিনায়কের। এতদিন ৮ হাজার ৩৯২ রান নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই ছিলেন সুরেশ রায়না।

রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রান করেন বিরাট। এই রান করার মধ্য দিয়ে সুরেশ রায়নাকে টপকে যান কোহলি। টি-টোয়েন্টিতে সবমিলে কোহলির রান এখন ৮৪১৬। এই রান করতে ২৫৪ ইনিংস খেলেছেন তিনি।

তবে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে রান সংগ্রহকে ছয় নম্বর পজিশনে আছেন কোহলি। ১২ হাজার ৮০৮ রান নিয়ে শীর্ষে আছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৯ হাজার ৯২২ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের সাকেব তারকা ক্রিকেটার ব্রান্ডন ম্যাককালাম।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৪২২ রান নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। ২ হাজার ৩১০ রান নিয়ে দ্বিতীয় পজিশনে বিরাট কোহলি। ২ হাজার ২৭২ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন মার্টিন গাপটিল।

Share this post

scroll to top