ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন ১৩ জুন

ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হয়েছে ১৩ জুন। মঙ্গলবার এ মামলা সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা কোন প্রতিবেদন আদালতে দাখিল করেনি। সেজন্য ঢাকার মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ মামলার নথি পর্যালোচনা করে এ দিন ধার্য করেন।

উল্লেখ্য-গত ১০ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। পরদিন সকালে পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিন জনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা। মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে আছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top