ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে অনিশ্চিত আমিনুল

চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ১৮ রানে ২ উইকেট শিকার করেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অভিষেকটা স্বপ্নের মত হলেও ইনজুরির কারণে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আগামী ম্যাচে শনিবার তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে গতকালের ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসা একটি বল তার বাঁ-হাতে লাগলে আহত হয়ে মাঠ ছাড়েন আমিনুল। আঘাত পাওয়া হাতে পড়ে তিনটি সেলাই করা হয়েছে।

আমিনুল বলেন, ‘মাসাকাদজার স্ট্রেইট ড্রাইভ করা একটি বল আমি থামাতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। বলটি আমার হাতে লাগে এবং এটা ছেড়ে দেয়ার কোন উপায় ছিলনা। পরবর্তীতে হাতে সেলাই করতে হয়েছে।’

বাংলাদেশ দলের নবাগত এই লেগ স্পিনার বলেন, ‘তবে আল্লাহর রহমতে আমি ভাল বোধ করছি। ব্যথা অনেকটাই প্রশমিত হয়েছে। অবশ্য পরবর্তী ম্যাচে আমি খেলতে পারব কি-না জানি না। এই মুহূর্তে আমি ফিজিওর নির্দেশনা মেনে চলছি।’

আফগানিস্তানের বিপক্ষে আমিনুল খেলবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করেনি বাংলাদেশ দলের ম্যানেজমেন্টও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ফিজিও আমিনুলকে দেখভাল করছেন। এ বিষয়ে এখনো নতুন কোন খবর পাইনি। খবর পেলেই আমরা তা জানিয়ে দেব।’

নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর নজর কেড়েই জাতীয় দলে জায়গা পেয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। সুযোগ পেয়েই দারুণ বোলিংয়ের মাধ্যমে জাতিকে লেগ স্পিনার সঙ্কট মুক্ত করার আশ্বাস যুগিয়েছেন। মাঠে অবশ্য তাকে দারুণভাবে উৎসাহিত করেছেন দলের সিনিয়র খেলোয়াড় অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা।

সতীর্থদের কাছে বিপ্লব নামে পরিচিত আমিনুল বলেন, ‘ভাল করার জন্য সবাই আমাকে অনুপ্রাণীত করেছেন। যখন অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়রা আপনাকে অনুপ্রাণীত করবেন, তখন আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top