ঋণ পরিশোধ না করায় বাতিল হলেন শাফিন

সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-র্নিবাচনে প্রার্থী হয়েছিলেন জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে। শনিবার তাকে অযোগ্য ঘোষণা করে ইসি।

তবে জনপ্রিয় এই ব্যান্ড তারকা ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

শাফিন আহমেদ ব্র্যাক ব্যাংকের ধানমন্ডির সাত মসজিদ রোড শাখা থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেননি। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী তিনি ঋণখেলাপি। তার বিরুদ্ধে অভিযোগ, ব্র্যাক ব্যাংকের ধানমন্ডির সাত মসজিদ রোড শাখা থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেননি তিনি।

এছাড়া সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউসিবিএল থেকেও ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণও পরিশোধ করতে পারেননি শাফিন আহমেদ।

এ বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘আমি অবশ্যই আপিল করব। হঠাৎ কোথায় থেকে এ চিঠি আসলো আমি বুঝতে পারছি না। কিছুদিন আগে আমি ক্লিয়ারেন্স পেয়েছি।’

গত বছরের ১৯ জুলাই জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন শাফিন আহমেদ। এর কয়েক মাস পর জাপার মেয়রপ্রার্থী হিসেবে মনোনীত হন তিনি।

শাফিন আহমেদ বলেন, ‘সমস্ত ক্লিয়ারেন্স থাকার পরও আমার বিরুদ্ধে কেন অভিযোগ উঠেছে, সেটা আমি অনুসন্ধান করব। এ বিষয়ে জাতীয় পার্টির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। রোববার থেকে আমাদের কাজ শুরু হয়েছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top