কমলনগরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. পরশ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে নোয়াখালী
হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরশ উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার মো. কামরুজ্জামানের ছেলে।

স্বজনরা জানান, গত শনিবার পরশের জ্বর দেখা দেয়। দুই দিনেও জ্বর ভালো না হওয়ায় সোমবার বিকেলে ‘ফেয়ার ফায়াগনস্টিক সেন্টার’ নামে লক্ষ্মীপুরের একটি প্যাথলজিতে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে নোয়াখালী নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ডা. মোরশেদ আলম হিরু ওই শিশুটির ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

Share this post

scroll to top