গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৮টার দিকে গফরগাঁও ষ্টেশনে যাত্রাবিরতির আগে গফরগাঁও ষ্টেশন ইয়ার্ড এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ট্রেনের লোকোমোটিভ মাষ্টার (ড্রাইভার) আখতার হোসেন বলেন, এটি মালবাহী ট্রেন, অতিরিক্ত মাল বহনের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার নূরে আলম সিদ্দিকী জানান, মঙ্গলবার সকালে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার পর ৯টা থেকে এ স্টেশনের দুই নাম্বার লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

Share this post

scroll to top