টাঙ্গাইলে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ছুটছে মানুষ

গত চার দিনে ডেঙ্গু জ্বর নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২০ জন। গত ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত তারা এই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন।

২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা নয়া দিগন্তকে বলেন, তারা সবাই ঢাকায় গিয়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন। বাড়িতে এসে তারা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করে তাদের শরীরে ডেঙ্গু জ¦রের অস্তিত্ব পাওয়া যায়।

সোমবার দুপুর পর্যন্ত ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালের ৪নং ও ৫নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকি ১৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share this post

scroll to top