নেত্রকোনায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা: মামলা দায়ের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের উপর হামলার ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত ১৮ ই আগষ্ট শনিবার উপজেলার বাকলজোড়ার শ্রীরামখিলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের মাঝে সংর্ষষে ১০ আহত হয় । এর মাঝে ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে ও ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শ্রীরামখিলা গ্রামে শহীদ মগবুল হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা আ: মালেক বাদী হয়ে ৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয়রা জানা যায়, গত ১৮ ই আগষ্ট শনিবার সকালে মসজিদের সামনে গরু বাধাঁকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটিঁ হয়। বিষয়টি গ্রাম শালিসের মাধ্যমে শেষ করার জন্য এইদিনই দুই পক্ষ একসাথে বসেন। কিন্তু শালিসের মাঝে মামলা বিবাদী একই গ্রামের মৃত ইমান হোসেনের দুই পুত্র মজিবুর রহমান ও হাবিবুর রহমান অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে পরিবারের বাকী ৪ সদস্যদের নিয়ে দা, কিরিচ, লোহার রড় সহ দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা আ: মালেকের পরিবারের উপর হামলা চালায়। এতে মহিলা সহ ৫ জন্য গুরুত্ব আহত হয়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধা আ: মালেক নিজে বাদী হয়ে মজিবুর রহমান সহ ৫ আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
এই ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনিসুল হক সুমন সহ সকল সদস্যরা তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা দ্রæত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানায় তারা।
এব্যাপারে দুর্গাপুর থানার ভার: ওসি মীর মাহবুব জানায়, এই ঘটনায় দুই পক্ষই দুটি মামলা দায়ের করেছে। আমরা দ্রæতই মামলা দুটির সঠিক তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনবো।

Share this post

scroll to top