ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন স্মিথ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়! ইংল্যান্ড বনাম স্টিভেন স্মিথের মধ্যে লড়াই চলছে চলমান অ্যাশেজে। টেস্ট আঙিনায় প্রত্যাবর্তনে জোড়া সেঞ্চুরি। এরপর অদম্য গতিতে এগিয়ে চলেছেন স্টিভ স্মিথ। মাঝে আবার একটি টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। তাতে কি! ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তিন টেস্টের ছয় ইনিংসে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সংগ্রহটা বিস্ময় জাগানিয়া- ৭৫১ রান।

পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ২২৫ রানে অলআউট হয়। স্মিথ এবার ৮০ রান করেছেন। আর তাতে নাম লিখালেন নতুন রেকর্ড পাতায়। স্যার ডন ব্র্যাডম্যানের অ্যাশেজে টানা ১০ ইনিংসে করা ১২৩৬ রানের রেকর্ড ভেঙে স্মিথ ১০ ইনিংসে করেন ১২৫১ রান।

স্মিথ আরও একটি রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার টানা দশটি ইনিংসে ৫০ বা তারচেয়ে বেশি রানের ইনিংস রয়েছে। একটি দলের বিপক্ষে এমন ৯টি ইনিংস ছিল সাবেক পাকিস্তানী ক্রিকেটার ইনজামাম-উল হক ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েডের। এই দুজনেরই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড । সে রেকর্ডও ভেঙে গেছে স্মিথের কাছে।

Share this post

scroll to top