ভেনিজুয়েলা সীমান্তে সেনাবাহিনীর গুলিতে নিহত ২ : যুক্তরাষ্ট্রের নিন্দা

ভেনিজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলা সীমান্তে সেনাবাহিনীর গুলিতে দুই আদিবাসী নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়।

শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিলের সাথে ভেনিজুয়েলার সীমান্তে নিরস্ত্র বেসামরিক লোক এবং নিরীহ স্বেচ্ছাসেবকদের ওপর দেশটির সেনাবাহিনীর শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।’

এতে আরো বলা হয়েছে, ‘ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে অবশ্যই দেশটিতে শান্তিপূর্ণভাবে ত্রাণ সহায়তা সরবরাহের সুযোগ দিতে হবে। বিশ্ব পুরো বিষয়টি নজরে রাখছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভেনিজুয়েলার স্বঘোষিত অন্তবর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো তার দেশের জনগণের জন্যে অবিলম্বে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার দেশটির সকল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে এবং যারা ত্রাণ প্রবেশে চেষ্টা চালাচ্ছেন তাদের ওপর দমন পীড়ন চালাচ্ছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী নেতা জুয়ান গুয়াইদোর মধ্যকার ক্ষমতার লড়াইয়ে ত্রাণ সহায়তার বিষয়টি মুখ্য বিষয় হয়ে উঠেছে। বিশ্বের ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top