ম্যাজিক রাণী কে এই সূচনা ?

ছোট বেলায় ম্যাজিক দেখতে গিয়ে ম্যাজিশিয়ান হওয়ার প্রবল ইচ্ছে জাগে সূচনার মনে। তখন তার বয়স ছিলো মাত্র ৬ বছর।  বয়স কম হলেও সাহস আর ইচ্ছে শক্তির কাছে ম্যাজিক নামক বিদ্যা অবশেষে হার মানে। ১৭ বছর বয়সী সূচনার আয়ত্বে এখন প্রায় ৪০০ ম্যাজিক। ছোট বেলা থেকেই ম্যাজিক শিখার জন্য পড়াশুনার পাশাপাশি তাকে পার করতে হচ্ছে কঠিন সময়। এই কঠিন চ্যালেঞ্জের বিদ্যা শিখার ক্ষেত্রে যেখানে পরিবারের সহযোগীতা মেলা খুব কঠিন হয়ে পরে আর সেখানেই সূচনার পরিবার তাকে সাহস যোগাতে থাকে। পরিবারের সহযোগীতা ও নিজের সাহসিকতায় এই তরুণী এখন দেশের ম্যাজিক সম্রাজ্ঞী।

সাবরিনা জান্নাত সূচনা

সাবরিনা জান্নাত সূচনা

সাবরিনা জান্নাত সূচনার বাবা আরফান আলী পেশায় একজন আইনজীবি। মা ছালেহা চৌধূরী পেশায় স্কুল শিক্ষক। এক ভাই ও একবোনের মধ্যে তিনি সবার ছোট। সুনামগঞ্জ জেলার ধর্মপাশার উকিলপাড়ায় ছোট বেলা থেকেই বেড়ে ওঠা সূচনা কৃতিত্বের সাথে প্রাথমিক ও মাধ্যমিক স্তর অতিক্রম করে এখন ময়মনসিংহের রয়েল মিডিয়া কলেজ এর একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন। গান ও উপস্থাপনায়ও রয়েছে বেশ দক্ষতা।

মুহূর্তের মধ্যে অদ্ভুত সব কাজ করা এখন এই তরুণীর আছে কঠিন কোন বিষয় না। তার ম্যাজিকের কাছে দর্শকরা বরাবরই চমকে যান আর অবাক হন। হাত আর শরীরের অঙ্গভঙ্গিকে কাজে লাগিয়ে দর্শকদের বোকা বানিয়ে আনন্দ দেয়া এখন তার নেশা।

এব্যাপারে ময়মনসিংহ লাইভের সাথে একান্ত স্বাক্ষাতকারে সূচনা জানান, ম্যাজিক এক অনির্বচনীয় আনন্দের সম্পদ। দর্শকদের নিশ্চিতভাবে অবাক করে দেবে এমন ম্যাজিক আবিষ্কার করা একটি কঠিন কাজ। ছোটবেলা থেকেই আমার ম্যাজিকের প্রতি আগ্রহ ছিল বেশ প্রবল। তাই নিজের কল্পনার ওপর ভর করে ম্যাজিক শিখার সিন্ধান্ত নিই। তবে নিজের কল্পনার মতো ম্যাজিকটি যখন দর্শককে চমকে দেয় তখন আনন্দের সম্পদ হয়ে হৃদয়ে জমা হয়।

প্রিয় পাঠক, ময়মনসিংহ লাইভ এর সাথে সূচনার একান্ত স্বাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো: –

ময়মনসিংহ লাইভ : কত বছর বয়স থেকে ম্যাজিক শিখা শুরু হয় ? এ আগ্রহ কেন ছিল ?
সূচনা : ২০০৮ সাল থেকে। যখন ক্লাস ওয়ানে পড়ি।
ময়মনসিংহ লাইভ : আপনি একজন মেয়ে হিসেবে কেন ম্যাজিক শেখার আগ্রহ জাগে ?
সূচনা : ময়মনসিংহের একজন বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলেন আজরা জেবিন। উনার ম্যাজিক দেখেই আমি একজন মেয়ে হিসেবে অনুপ্রাণিত হয়েছিলাম। সে থেকেই ম্যাজিকের প্রতি আমার আগ্রহ জন্মেছে।
ময়মনসিংহ লাইভ : আপনার প্রিয় ম্যাজিশিয়ান কে ?
সূচনা : আমার প্রিয় ম্যাজিশিয়ান হলেন আমার শিক্ষাগুরু ইকবাল পাশা। যার হাতেখড়ি।
ময়মনসিংহ লাইভ : কোন ধরনের ম্যাজিক আপনার প্রিয় ?
সূচনা : ক্লোজআপ ( যেসব ম্যাজিক ক্যারি করা যায়)
ময়মনসিংহ লাইভ : আপনার প্রিয় ম্যাজিক কোনগুলো ?
সূচনা : ম্যানোপিলেশন , ডিসএপেয়ায় ( যেকোন জিনিস তৈরি ও ধ্বংস করা)
ময়মনসিংহ লাইভ : আপনি কতগুলো ম্যাজিক দেখাতে পারেন ?
সূচনা : আমি এই ১৭ বছর বয়সে ৩০০/৪০০ টি ম্যাজিক আয়ত্ব করেছি। এরমধ্যে ২/৩টি ম্যাজিক খুবই বিপদজ্জক।
ময়মনসিংহ লাইভ : আমার বাবা মা ও শিক্ষকের সহযোগীতাই আমি এই ম্যাজিক শিখতে সক্ষম হয়েছি। এছাড়াও সকলেই আমাকে সহযোগীতা করেছেন।
ময়মনসিংহ লাইভ : আপনার চোখে সেরা জাদুকর কে ?
সূচনা : নি:সন্দেহে জুয়েল আইস স্যার। তবে আমার মতে আমার শিক্ষাগুরু ইকবাল স্যার।
ময়মনসিংহ লাইভ : ম্যাজিক শিখতে আপনার কেমন টাকা খবর হয়েছে? এই টাকার যোগান দিয়েছে কে ?
সূচনা : যন্ত্রপাতি সহ প্রায় লক্ষাধিক টাকা। টাকা যোগান দিয়েছেন বাবা-মা আর ম্যাজিক শো করে যা পেয়েছি তা খরচ করেছি।
ময়মনসিংহ লাইভ : ম্যাজিককে কি আপনি পেশা হিসেবে নিতে চান ?
সূচনা : আমি মূলত ম্যাজিক শো করছি বিনোদনের জন্য। ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের পাশাপাশি ম্যাজিকের সাথে জড়িয়ে থাকতে চাই।
ময়মনসিংহ লাইভ : ম্যাজিক প্রদর্শনের জন্য স্থানীয় বা জাতীয়ভাবে কি কোন আমন্ত্রণ পেয়েছেন ?
সূচনা : ২০১৭ সালে বিটিভিতে শো করেছি। এ ছাড়াও ২৫ বছর পূর্তি উপলক্ষে মেয়র জাতীয় জাদু উৎসব ২০১৮ এবং ঢাকা শিল্পকলা একাডেমি সহ স্থানীয়ভাবে বছরে ১০ থেকে ১৫টি ম্যাজিক শো করি।
ময়মনসিংহ লাইভ : আপনি একজন মেয়ে হিসেবে এ পেশাটাকে কতটুকু নিরাপদ ভাবেন ?
সূচনা : ১০০% নিরাপদ। যদি নিজে ভাল থাকা যায়।
ময়মনসিংহ লাইভ : আপনার কাছে ম্যাজিক শিখতে চায় এরকম ভক্তের সংখ্যা কত ?
সূচনা : নানান বয়সের অগণিত ভক্ত ম্যাজিক শিখতে চায়।
ময়মনসিংহ লাইভ : আপনি নিজেকে ম্যাজিশিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করতে কাকে অনুকরন করছেন?
সূচনা : ডেভিড কপারফিল্ড ও পিসি সরকারকে। আমি তাদের মতো হতে সকলের দোয়া চাই।
ময়মনসিংহ লাইভ : ম্যাজিক উপভোগ করে এমন লোক কোন বয়সের সবচেয়ে বেশী ?
সূচনা : সব বয়সের।
ময়মনসিংহ লাইভ : পেশা হিসেবে ম্যাজিককে বাংলাদেশে কেমন করে দেখছেন ? এর ভবিষ্যত কি ?
সূচনা : ম্যাজিক মানুষের মনে আনন্দ জোগায়। ম্যাজিক দেখার মতো মন নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। ম্যাজিককে পেশা হিসেবে অনেকেই বেছে নিয়েছেন। তাই এই ম্যাজিক বিদ্যাকে পুঁথিগত বিদ্যার অন্তর্গত করা যেতে পারে। সেই সাথে যেসব প্রতিষ্ঠান ম্যাজিক শিখায় তারা যদি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগীতা পায় তবে এ পেশাটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে।

সাক্ষাতকারটি নিয়েছেন : সাজ্জাতুল ইসলাম সাজ্জাত

নিচে তার প্রদর্শিত একটি ম্যাজিক ভিডিও দেয়া হলো

Share this post

scroll to top