ময়মনসিংহে ক্রীড়া সমিতির উদ্যোগে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগীতা

শফিকুল ইসলামঃ বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ জেলা শাখার  উদ্যোগে ৪৮তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র /ছাত্রী)  প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের  বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। আজ রোববার দুপুর ২ঃ৩০ মিনিটে মেয়েদের প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেছিলো ময়মনসিংহ জেলার দুটি উপজেলার মেয়ে ফুটবলাররা। নান্দাইল উপজেলার “নান্দাইল গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়” এবং ধৌবাউড়া উপজেলার “কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ”। মেয়েদের এই খেলাটি নির্ধারিত সময়ে ফলাফল না হওয়ায় ট্রাইবেকারে নিষ্পত্তি হয়। তারপর ধৌবাউড়া উপজেলার স্কুলটি ৩-২ গোল ব্যবধানে নান্দাইল উপজেলাকে হারিয়ে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অপরদিকে  ছাত্রদের আরেকটি ফাইনাল খেলা একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে ময়মনসিংহ জেলার দুটি উপজেলা। ঈশ্বরগঞ্জ উপজেলার “চরনিখলা উচ্চ বিদ্যালয় “এবং সদর ময়মনসিংহ উপজেলার “চর খরিচা উচ্চ বিদ্যালয়”। খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলার স্কুলটি ২-০ গোলে সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জিতেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার এই স্কুলটি টানা দ্বিতীয় বারের মতো ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল, সভাপতি, ডি এ এফ ও সম্পাদক,ময়মনসিংহ জেলা রেফারি এসোসিয়েশন,জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ,সাবেক ও বর্তমান  ফুটবলার এবং রেফারিবৃন্দ।
ফাইনাল খেলাটির সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ।

Share this post

scroll to top