ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে কলেজ ছাত্রের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

এই মৃত্যুর ফলে বেসরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮১ জন প্রাণ হারিয়েছেন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৯ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এমএমসিএইচ) সহকারী পরিচালক ডা. এ বি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আজ (১১ আগস্ট) সকাল ১১ টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফরহাদ হোসেন নামের এ কলেজছাত্র মারা গেছেন।

ফরহাদকে গতকাল রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে এমএমসিএইচ-এ ভর্তি করা হয়। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রোকেয়া জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্র ফরহাদ গত ৮ আগস্ট হাসপাতলে ভর্তি হন। গত রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এমএমসিএইচ-এ পাঠানো হয়।

Share this post

scroll to top