রাঙ্গামাটিতে সেনা অভিযানে আরাকান লিবারেশন পার্টির ২ সদস্য অস্ত্রসহ আটক

রাঙ্গামাটির রাজস্থলীর গবাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আরাকান লিবারেশন পার্টির (এ এল পি) স্বশস্ত্র শাখার ২ সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন চাচিং মার্মা ও উংসিং নু মার্মা।

আজ বুধবার সকালে রাজস্থলীর গবাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টির এ দুই প্রশিক্ষিত সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১টি আমেরিকান জি থ্রি রাইফেল ২৪ রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটককৃতরা রাজস্থলী উপজেলার কারিগরপাড়া এলাকায় সশস্ত্র অবস্থান করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুজনকে আটক করে। বুধবার দুপুরে আটককৃতদের চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ রাঙ্গামাটির বাঘাইহাট থেকে উপজাতীয় সন্ত্রাসীদের জন্য আনা ২টি বড় গুলির চালানসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলেন কর্ণ মোহন ত্রিপুরা ও সাগর ত্রিপুরা। পুলিশ মোটরসাইকেল আরোহী এ দুজনের ব্যাগ তল্লাশী করে ৯৯০ রাউন্ড গুলি উদ্ধার করে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top