‘শক্তিশালী ইহুদিবাদী সরকার’ গঠনে আলোচনায় প্রস্তুত নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, তিনি দেশের সাধারণ নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তবে তিনি একটি ‘শক্তিশালী ইহুদিবাদী সরকার’ গঠনে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। খবর এএফপি’র।

তেলআবিবে নির্বাচন পরবর্তী এক সমাবেশে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আসন্ন দিনগুলোতে আমরা একটি শক্তিশালী ইহুদিবাদী সরকার গঠনে এবং ইহুদিবাদ বিরোধী বিপদজনক সরকার প্রতিরোধে আলোচনা শুরু করবো।’

তিনি বলেন, মঙ্গলবারের নির্বাচনে বুথ ফেরত ভোটের জরিপে দেখা যায় তার ডানপন্থী লিকুদ পার্টি এবং সাবেক সামরিক প্রধান বেনি গানৎস’র মধ্যপন্থী ব্লু ও হোয়াইট জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়।

এদিকে ব্যাপক নির্বাচনী প্রচারণার কয়েকদিন পর অপেক্ষাকৃত নরম সুর ও পরিশ্রান্তভঙ্গি দেখে মনে হচ্ছে নেতানিয়াহু অকপটে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের ইঙ্গিত দিতে পারেন। তবে তিনি এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

উল্লেখ্য, নেতানিয়াহু হচ্ছেন ইসরাইলের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top