শোকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্যানের মন্দির সংলগ্ন ফটকের পাশের একটি পিলারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আহত হন সাইফুল ইসলাম নামের ওই শিক্ষার্থী। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১২টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘আহতাবস্থায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে একজনকে নিয়ে আসার পর বেলা ১২ টা ৪৮ মিনিটে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

সাইফুল ইসলামকে ঢামেকে নিয়ে আসেন তার সহপাঠী আব্দুল্লাহ। তিনি জানান, সাইফুলের বাবার নাম মোসলেম উদ্দিন। বাড়ি হবিগঞ্জের মাদবপুরের ধানবাজার এলাকায়। বি বাড়িয়া ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেসকাত ফাজিলের  ছাত্র ছিল সাইফুল। আব্দুল্লাহ বলেন, ‘আমরা একসঙ্গেই ছিলাম। হঠাৎ মন্দিরের পাশে একটি পিলারের সংস্পর্শে আসার পর সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার চেক করে বললেন সে মারা গেছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top