সোনারগাঁওয়ে ট্রলারডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ট্রাফিক পুলিশ সদস্য মো: সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে বন্দর উপজেলার দিঘীরপাড় এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, বুধবার সকালে ট্রাফিক পুলিশ সদস্য সেলিম মিয়ার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকার একটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আনসার সদস্যসহ ১৯ জনের একটি দল ট্রলারে চড়ে বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীর চরহোগলা এলাকায় উল্টে ডুবে যায়। তখন ১৯ জন তীরে উঠলেও নিখোঁজ ছিলেন তিনজন।

১ এপ্রিল নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তার ও ২ এপ্রিল নিবার্চনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সোনারগাঁও শাখা ব্যবস্থাপক বোরহান উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যে দুর্ঘটনার শিকার আহত প্রত্যেককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ হাজার ও নিহতদের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা এসেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top