সৌদি আরবের হয়ে যুদ্ধ করবে না বাংলাদেশের সৈন্যরা

প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পক্ষে যুদ্ধের জন্য কোনো সৈন্য পাঠাবে না বাংলাদেশ। তবে ১৮০০ সৈন্য যাবে ইয়েমেন-সৌদি সীমান্তে মাইন অপসারণের জন্য। সৌদি সামরিক বাহিনীকে পরামর্শ ও কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরের উপর আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন ও আমিরাতে প্রতিরক্ষা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তবে এ সফরে আমিরাতের সাথে কোনো প্রতিরক্ষা চুক্তি হচ্ছে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে ড. আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব শহীদুল হক।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top