স্পেসএক্স প্রথম বাণিজ্যিকভাবে স্যাটেলাইট পাঠালো কক্ষপথে

বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স বৃহস্পতিবার ফ্যালকন হ্যাভি রকেটের মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কক্ষপথে সৌদি আরবের একটি টেলিকম স্যাটেলাইট স্থাপন করেছে।

ফ্লোরিডার কেপ কেনাভেরালের পরিস্কার নীল আকাশে ধুসর-সাদা ধোঁয়া ছেড়ে রকেটটি কক্ষপথের দিকে যাত্রা করে। এর ৩৪ মিনিট পরে স্যাটেলাইটটি কক্ষপথে স্থাপিত হয়। এসময় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা উল্লাস প্রকাশ করেন।

স্পেসএক্স প্রতিষ্ঠাতা এলান মাস্ক পরীক্ষামূলকভাবে তার লাল রঙের তেসলা রোডস্টার কার কক্ষপথে পাঠানোর এক বছর পরে সৌদি আরবের স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হলো।

রকেটটি বুধবারে উৎক্ষেপণের কথা থাকলেও বায়ুমন্ডলে বাতাসের প্রবাহ তীব্র হওয়ায় এই উৎক্ষেপণ বিলম্বিত হয়।

ফ্যালকন রকেট ৬টন ভরের এই আরবস্যাট-৬এ স্যাটেলাইটটি ভূমি থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top